১ ও ২ তিমথীয় ও তীত

পৌল যখন তাঁর জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছালেন তখন তিনি বিশ্বাসে তাঁর “বৎস” ত্তীমথিয় ও তীতের প্রতি লিখলেন। পরিপক্ক এই প্রেরিত চেয়েছিলেন এই যুবা সুসমাচার প্রচারকদের ইফিষে এবং ক্রীতীতে তাঁদের নিজ নিজ পরিচর্যায় উৎসাহ দেওয়ার জন্য এবং স্বর্গীয় পথ প্রদর্শন ক্র৫য়ার জন্য। তিনি চেয়েছিলেন যেন তাঁরা প্রভুর মণ্ডলীতে কার্যকর ভাবে আরও অধিক ফলপ্রসূ পরিচর্যা করেন এবং এবং তাঁরা যেন কখনো সত্যের প্রচার করা এবং ভ্রান্তির খণ্ডন করা ছেড়ে না দেন। তিনি আরও গুরুত্ব আরোপ করলেন যেন কিভাবে খ্রীষ্টিয়ান জীবন যাপন করতে হয় সেই সম্পর্কে এই নির্দেশাবলী ছিল স্বর্গীয় ভাবে অনুপ্রাণিত। পৌল সেই দয়ার উপরে গুরুত্ব আরোপ করলেন যেটি ঈশ্বর তাঁকে দিয়েছেন, এবং এই চিন্তা ব্যক্ত করলেন যেন ভ্রাতৃগণ সত্যকে সুরক্ষিত, সংরক্ষিত করে ও সেগুলির অভ্যাস করা।

ডেভিড রোপার (David Roper)


এ কোর্সের সাথে কি রয়েছে?

৫০ দিন মেয়াদের এ কোর্সে আপনার প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। কোর্স সম্পন্ন করতে আপনার আরো সময়ের প্রয়োজন হলে আপনি তার মেয়াদ আরো ৩০ দিনের জন্য বৃদ্ধি করতে পারেন। কোর্সের বিষয়বস্তুর নমুনা দেখতে এখানে ক্লিক করুন।

ডিজিটাল পাঠ্যবই

১ ও ২ তীমথিয় এবং তীত রচিত ডেভিড রোপার (David Roper) বইটির একটি ডিজিটাল কপি এ কোর্সে আপনার শিক্ষক হিসেবে কাজ করবে এবং কোর্স শেষ হওয়ার পর তা রেখে দেবার জন্য আপনার হয়ে থাকবে।

পাঁচটি অধ্যয়নের গাইড

এগুলো পড়ার সময় গভীর মনযোগের দাবি করে এমন গুরুত্বপূর্ণ পরিভাষা, ধারণা, ব্যক্তিবর্গ ও স্থানসমূহের ব্যপারে তথ্য প্রদানের মাধ্যমে আপনাকে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত করায় সহায়তা করবে।

ছয়টি পরীক্ষা

পশ্চাদ্বর্তী করার চেয়ে বরং আপনাকে সহায়তা করতে, প্রতিটি পরীক্ষায় তার নির্ধারিত অংশে যা শেখানো হয় তার উপলব্ধি নিশ্চিত করতে নির্ধারিত পাঠ থেকে পঞ্চাশটি করে প্রশ্ন রয়েছে। সর্বশেষ পরীক্ষাটি সর্বাঙ্গীন।

অধ্যয়নের গতি নির্দেশিকা

পাঠের গতির গাইড অনুসরণ করে আপনার পাঠ সময়সূচী নিয়ন্ত্রণ করুন। এ গাইড আপনার কাঙ্খিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে প্রতিদিন যে পৃষ্ঠাসমূহ পাঠ করতে হবে সে ব্যপারে দিক নির্দেশনা দেয়।