বাইবেলের আলোকে সম্পর্কে

“আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ,
সে সকল এমন বিশ্বস্ত লোকদীগকে সমর্পণ কর,
যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে।” (২ তীমথিয় ২:২)

বাইবেলের আলোকে Truth for Today-এর একটি কৃতী, যা আরক্যান্সাস রাজ্যের সিয়ার্সিতে অবস্থিত সারা বিশ্বে ধর্মপ্রচারে নিবেদিত একটি বহুমুখী দাতব্য প্রতিষ্ঠান। হার্ডিং ইউনিভার্সিটিতে বাইবেল এবং ধর্মপ্রচার কোর্সের অধ্যাপক এডি ক্লোয়ারের পরিচালনায় TFT আমাদের প্রভুর পবিত্র গ্রন্থসমূহ বিশ্বস্ততার সাথে শিক্ষাদানে সাগ্রহে চেষ্টা করে যাচ্ছে।

অভিজ্ঞ ধর্মপ্রচারকগণ একমত যে বিশ্বজুড়ে নিবন্ধিত ধর্মসভাসমূহের উদ্বর্তন ও আধ্যাত্মিক বিকাশ মানসম্পন্ন বাইবেল-পাঠ সংসৃষ্ট উপকরণের সহজলভ্যতার ওপর নির্ভরশীল হতে পারে। Truth for Today এ চাহিদা মেটানোয় নিবেদিত।

নববিধান খ্রিষ্টধর্ম পুনর্বহালের সাথে শিক্ষা-উপকরণসমূহের সামঞ্জস্যতা নিশ্চিত রাখতে কিছু বিষয়বস্তু নির্দেশনা নির্ধারণ করা হয়েছে। বিশেষত, ক) এ বিষয়বস্তুগুলো নববিধান গীর্জার প্রতি মান্যতা এবং ইহার প্রসারে ভূমিকা রাখতে তৈরি করা হয়েছে, এবং কোনভাবেই শ্রেণী সৃষ্টিকরণ অর্থাৎ মানব দ্বারা কোন ধর্মীয় প্রতিষ্ঠান সৃষ্টির জন্য অনুমোদন কিংবা নির্ভরতা প্রদানের জন্য নয়; খ) এ বিষয়বস্তুগুলোকে মৌলিক, নিরাপদ ও বাস্তবসম্মত উপায়ে বাইবেলের শিক্ষাসমূহ উদ্ভাসে মনোযোগ জ্ঞাপন করতে হবে; গ) এ বিষয়বস্তুগুলোকে বাইবেলের দীক্ষা অনুসারে বিশ্বাস, অনুশোচনা, যীশু খ্রিষ্টের প্রতি পাপস্বীকার করা এবং পাপমোচনের জন্য ব্যাপ্টিজমের মাধ্যমে পরিত্রাণের পথ সম্পর্কে সর্বদা স্বচ্ছ হতে হবে; ঘ) এ বিষয়বস্তুগুলোকে নববিধানের আদর্শ অনুসারে ইশ্বরের উপাসনা প্রসারে কাজ করতে হবে এবং কোন প্রকার মানব প্রবর্তনের জন্য কোন ধরনের অনুমোদন প্রকাশ করতে পারবে না; ঙ) এ বিষয়বস্তুগুলো যেকোন সংস্কৃতির ক্ষেত্রে উপযুক্তভাবে প্রযোজ্য চিরন্তন তত্বসমূহ সম্বলিত নববিধান অনুসারী সার্বজনীন খ্রিষ্টধর্মের পরিবর্তে মার্কিন খ্রিষ্টধর্মের অনুকূলে আলোচনা করতে পারবে না।