আমাদের স্কুলে স্বাগতম

আপনার সাথে সাক্ষাতে আমরা খুবই আনন্দিত এবং আপনাকে ThroughTheScriptures.com-এ স্বাগত জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে, আপনি এ যাত্রাকে কৌতূহলোদ্দীপক, তথ্যমূলক ও পরিপূরক হিসেবে অনুভব করবেন। মথি ২৮-এ যীশু তাঁর অনুসারীদের বলেন, “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর।” এ আদেশ বিভিন্ন উপায়ে প্রতিপালন করা হয়েছে। প্রথমেই এ আদেশ মূলত এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে গিয়ে বাইবেলের বাণীকে বহন করে প্রচার করার মাধ্যমে কার্যকর করা হয়। পরবর্তীতে কেউ কেউ ঈশ্বরের বাণী মানবের কাছে সংবাহন করতে নৌজাহাজের মাধ্যমে সাগরের এক কূল থেকে আরেক কূলে যাত্রা করে। অন্য কেউ, চিঠি লিখে বার্তাবাহকের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিতরণ করে উচ্চস্বরে পড়ে শ্রবণ করান। পরবর্তী সময়ে বিশ্বজুড়ে মানব যেন যীশুকে জানতে পারে তা নিশ্চিত করতে পবিত্র বাইবেল, তার ব্যখ্যা ও বাইবেল সংক্রান্ত অন্যান্য বিষয়বস্তু বিতরণ করা হয় – যা হলো আমাদের হাতের লিখিত বাণী। বর্তমানে অনলাইন বাইবেল অধ্যয়নের মাধ্যমে আমরা সকল স্থানের মানুষের গৃহস্থল ও অন্তরে পৌঁছাতে সক্ষম।

ThroughTheScriptures.com জনপ্রিয় বাইবেল বিদ্বানগণের রচনায় পাঠ্যবিষয়বস্তু পরিবেশন করে। এ স্কুল নববিধান ও আদিবিধান উভয় স্বরূপ পবিত্র বাইবেলের প্রতিটি গ্রন্থ স্বচ্ছ ও যুক্তিসম্মতভাবে অধ্যয়ন করার উপায় উপস্থাপন করে। এটি এমনভাবে অনন্য যে তার বিস্তারিত বাইবেল অধ্যয়ন তেইশটি ভাষায় বিদ্যমান। ThroughTheScriptures.com অসাধারণ মান স্থাপন করে। ক্ষুদ্র নিবন্ধন মূল্যে আপনি বাইবেল অধ্যয়ন সংক্রান্ত বিষয়বস্তু, সে বিষয়বস্তুর ওপর বিশেষজ্ঞদের ব্যাখ্যা , বিষয়বস্তুগুলো কত ভালোভাবে শিখছেন তা যাচাই করতে স্ব-মূল্যায়ন অনুশীলনী ও প্রতিটি কোর্স গ্রুপের পর কোর্স সম্পূরণ সার্টিফিকেট লাভ করবেন। তারপর পরিশেষে বাইবেল সংক্রান্ত এক মূল্যবান সন্ধান গ্রন্থাগারের অধিকারী হবেন। তার চেয়ে মূল্যবান, ঈশ্বরের বাণী সম্পর্কে জানার চেয়েও যা জরুরী, ThroughTheScriptures.com আপনাকে ঈশ্বরের বাণী অনুযায়ী জীবনযাপন করতে, তাঁর সত্যবাদীতায় বেঁচে থাকতে ও তাঁর প্রসন্নতায় অধিষ্ঠিত হতে উৎসাহ দেবে। তা প্রতিষ্ঠা করতে পারলে ঈশ্বর আমাদের জন্য পৃথিবীতে প্রতুল ও পরিতৃপ্ত এবং এখানকার সময় শেষে স্বর্গে চিরস্থায়ী জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন। ThroughTheScriptures.com-এ আমাদের সাথে যোগ দেয় আমরা খুবই আনন্দিত এবং এ যাত্রায় আমরা আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করছি।

  • "ব্যক্তিগত পছন্দ"
  • যেকোন বই বাছাই করুন, যেকোন সময়! আমাদের পৃথক কোর্সেসমূহ আপনার আগ্রহ কেড়ে নিয়েছে বাইবেলের এমন বিশিষ্ট কোন গ্রন্থ গভীরভাবে অন্বেষণ করার অনন্য সুযোগ প্রদান করে।
  • সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন
  • সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন
  • সম্পূর্ণ বাইবেল শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করুন। আমাদের স্কুল শিক্ষার্থীদের বাইবেলের প্রতিটি গ্রন্থ পূর্ণাঙ্গভাবে বিশ্লেষণমুখী সুসজ্জিত কোর্সের মাধ্যমে আদর্শ একটি শিক্ষার পরিবেশ প্রদান করে।
  • কিভাবে স্কুল চালু করবেন
  • কিভাবে স্কুল চালু করবেন
  • অন্যদের সাথে বাইবেল অধ্যয়ন করতে চান? বাইবেল সংক্রান্ত জ্ঞান বৃদ্ধি করতে এক গ্রুপ বন্ধুবান্ধব একত্রিত হয়ে আমাদের পরামর্শ এবং উত্তম চর্চাসমূহ থেকে একটি অধ্যয়ন গ্রুপ তৈরি করার উপায় শিখুন।

বাইবেলের আলোকে’র মাধ্যমে মনোযোগ দিয়ে পড়া

বাইবেলের আলোকে’র লক্ষ্য হলো বিশ্বজুড়ে সবার প্রতি বাইবেল শিক্ষা প্রাপ্তিসিধ্য করে তোলা। বাইবেল সম্পর্কে যারা জানতে চান, তা শেখার সুযোগের অধিকার তাঁদের রয়েছে। আমাদের লক্ষ্য হলো আমাদের কোর্সগুলোকে সারা বিশ্বজুড়ে তেইশটি ভাষায় প্রাপ্তিসিধ্য করে যত লোক সম্ভব তত জনের প্রতি সে সুযোগটি প্রদান করা। কোর্সসমূহে ভর্তি থেকে উপার্জিত অর্থ এ লক্ষ্যে বিনিয়োগ করতে সরাসরি ব্যাবহার করা হয়।

টিটিএস বৃত্তি প্রোগ্রাম

বিনামূল্যে বৃত্তির জন্য তালিকাভুক্ত করতে ক্লিক করুন
একক অধ্যায়ন অথবা বাইবেলের শিক্ষা কেন্দ্র

কেবল মাত্র অ্যামেরিকার বাইরে