প্রায়শই জিজ্ঞেসিত প্রশ্নাবলী

আমাদের স্কুল ও কোর্স সম্পর্কে আপনার কোন প্রশ্ন আছে? আপনার অনুসন্ধানের অনেক প্রশ্নের জবাব আমাদের প্রায়শই জিজ্ঞেসিত প্রশ্নসমূহ বিভাগে খুঁজে পেতে পারেন।

অনলাইন স্কুল সম্পর্কে প্রশ্নাবলী

কোর্সে ভর্তি সংক্রান্ত প্রশ্নাবলী

অর্থ পরিশোধ সংক্রান্ত প্রশ্নাবলী

কোর্স বাছাই সংক্রান্ত প্রশ্নাবলী

পরীক্ষা সংক্রান্ত প্রশ্নাবলী

প্রযুক্তি সংবলিত প্রশ্নাবলী

সহায়তা সংক্রান্ত প্রশ্নাবলী

 

 


অনলাইন স্কুল সম্পর্কে প্রশ্নাবলী

প্রঃ এ স্কুলের লক্ষ্য কী?

যীশু তাঁর শিষ্যদের এক দায়িত্ব প্রদান করেছেনঃ “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।” (মথি ২৮:১৯,২০) বাইবেলের আলোকে সকল জাতির লোকজন যারা বাইবেল শিক্ষায় আগ্রহী তাদের তা শিক্ষা দেয়ার দায়িত্বে সম্পুর্ণভাবে নিবেদিত।

প্রঃ পাঠসমূহ কোথায় পড়ানো হয়?

কোর্সসমূহ পঠনভিত্তিক এবং সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে সম্পাদন করা হয়। আপনি যেখানেই থাকুন, ইন্টারনেট সংযোগ থাকলে এ কোর্সসমূহ আপনার জন্য।

প্রঃ এ স্কুল কী শুধুমাত্র যারা ধর্মপ্রচারক হতে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য?

যদিও আমরা একটি পূর্ণগর্ভ ও সর্বাঙ্গীন ভিত্তি প্রদান করে থাকি, বাইবেলের আলোকে কোন “ধর্মপ্রচারকের স্কুল” হিসেবে গণ্য হওয়ার জন্য নয়। এ স্কুলটি যারা ইশ্বরের বাণী সম্বন্ধে আরো অধিক জানতে চায় তাদের ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

প্রঃ কোন কোর্সে ভর্তি হতে আমাকে খ্রিষ্টান কিংবা খ্রিষ্টধর্মাবলম্বী বিশেষ কোন শ্রেণীর সদস্য হতে হবে?

না। একমাত্র “শর্ত’ হচ্ছে আপনি শিখতে আগ্রহী হয়ে এসেছেন। “He who has ears to hear, let him hear” (Matthew 11:15).

প্রঃ এ কোর্সগুলোতে কোন শ্রেণীর ধর্মমত সম্পর্কে শিক্ষা প্রদান করা হয়?

এ কোর্সসমূহে কোন শ্রেণীগত মত, পাপস্বীকার কিংবা সাম্প্রদায়িক বক্তব্য শিক্ষা দেয়া হয় না। প্রচারক পল নির্দেশ দেন, “কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ক হও।” (১ করিন্থীয় ১:১০) যীশু খ্রিষ্টের গীর্জাকে এসব বিভাজন থেকে মুক্ত রাখতে আমাদের একটি সর্বজনীন মান্দন্ডের অধ্যীনে ঐক্যবদ্ধ হতে হবেঃ ইশ্বরের নিজের প্রদত্ত বাণী। আমাদের কোর্সগুলোর লেখকবৃন্দ এসব বিভাজন সৃষ্টিকারী মানবকেন্দ্রিক প্রথা ও শর্তসমূহ প্রত্যাখ্যান করতে প্রতিজ্ঞাবদ্ধ; তাঁরা শুধুমাত্র পবিত্র বাইবেলে ইশ্বরের দেয়া বিশুদ্ধ বাণী শেখাতে চান। আমরা আপনাদের সাথে মিনতি করবো “মহদাশয়” বেরিয়দের মতো হতে যারা “সম্পূর্ণ আগ্রহপূর্ব্বক বাক্য গ্রহণ এইরূপ কি না; জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করতে লাগিল” (প্রেরিত ১৭:১১)

প্রঃ বাইবেলের আলোকে কী কোন স্বীকৃত স্কুল?

বাইবেলের আলোকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান নয়। তবু পবিত্র বাইবেল নিয়ে সম্পূর্ণভাবে শিক্ষা সম্পন্ন করার জন্য প্রদত্ত কোন সার্টিফিকেট, বাইবেল সম্বন্ধে গভীর জ্ঞান যেখানে প্রয়োজন কিংবা কদর করা হয় সেখানে খুব শ্রদ্ধার সঙ্গে বিবেচনা হওয়ার কথা।

প্রঃ বাইবেলের আলোকে কোর্স সম্পন্নের জন্য সার্টিফিকেট প্রদান করে থাকে?

বিশেষ কোর্স গ্রুপের অধীনে প্রতিটি কোর্স সম্পূর্ণ করার পর সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্স গ্রুপ সমূহের উদাহরণ হিসেবে যেমন “নববিধানের ইতিহাস”-এর অধীনে থাকবে যীশু খ্রীষ্টের জীবনী, ১; যীশু খ্রীষ্টের জীবনী, ২; মথি ১-১৩; মথি ১৪-২৮; মার্ক; ল্যুক ১:১-৯:৫০; ল্যুক ৯:৫১-২৪:৫৩; জন ১-১০;জন ১১-২১; প্রেরিত ১-১৪; এবং প্রেরিত ১৫-২৮। গ্রুপ কোর্সসমূহের ব্যপারে আরো তথ্যের জন্য সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়নের পৃষ্ঠা দেখুন।

প্রঃ বাইবেলের আলোকে কোন যাজকবৃত্তির অনুজ্ঞাপত্র প্রদান করে থাকে?

ধর্মপ্রচারের জন্য কাউকে বাইবেল সংক্রান্ত কোন লাইসেন্স গ্রহণ করতে হয় না, পাশাপাশি বাইবেলের আলোকে কাউকে কোন যাজকবৃত্তির অনুজ্ঞাপত্রও প্রদান করে না। শুধুমাত্র পবিত্র বাইবেলই কাউকে ইশ্বরের সেবায় প্রস্তুত করে থাকে, আর আমরা ঠিক তাই শিক্ষা দিয়ে থাকি। “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক, সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত হয়।” (২ তীমথিয় ৩:১৬,১৭).

প্রঃ অন্য কোন কোর্স প্রদান করা হবে?

নতুন কোন কোর্স তৈরি হওয়া মাত্র এখানে যোগ করা হবে। আমাদের ন্যূনঃতম লক্ষ্য হলো সম্পূর্ণ বাইবেল বর্তমান কালের কোর্সসমূহে যে গভীরতায় শিক্ষা দেয়া হয় তা নিশ্চিত করতে।

প্রঃ এ স্কুল অন্য ভাষায় বিদ্যমান?

বাইবেলের আলোকে তেইশটি ভাষায় বিদ্যমান! ইংরেজির পাশাপাশি আমরা আরবী, বাংলা, চীনা, ফরাসী, জার্মান, গুজরাটী, হিন্দি, ইন্দোনেশীয়, জাপানী, কন্নড ভাষা, কোরীয়, মালায়ালম, মারাঠী, নেপালী,, পর্তুগীজ, পাঞ্জাবী, রুশ ভষা, তামিল, তেলুগু, উর্দু আর খেমের ভাষায়ও কোর্সসমূহ প্রদান করে থাকি। প্রথম দিকে ইংরেজীতে বিদ্যমান সবকটি ভাষাই অন্য সব ভাষায় পাওয়া যাবে না। কারণ প্রতিটি কোর্স অনুবাদ করতে কিছু সময় লাগবে। অবশেষে সবকটি কোর্সই এ সকল ভাষায় পাওয়া যাবে।

প্রঃ আমাদের গীর্জার জন্য এ স্কুল কীভাবে উপকারী হতে পারে?

কোন অধ্যয়ন চর্চাকে কার্যকরী করতে স্থানীয় গ্রুপ গঠন করা খুব জরুরী ভূমিকা রাখতে পারে। আপনার ধর্মসভায় স্থানীয় বাইবেলের আলোকে স্কুল বাস্তবায়ন সংক্রান্ত পরামর্শের জন্য “কিভাবে স্কুল চালু করবেন” পৃষ্ঠায় গমন করুন।

প্রঃ বাইবেলের আলোকে অনলাইন স্কুলের পেছনে কারা কাজ করছেন?

বাইবেলের আলোকে Truth for Today-এর একটি কৃতি, যা আরক্যান্সাস রাজ্যের সিয়ার্সীতে অবস্থিত বিশ্বব্যপী খ্রীষ্ট ধর্মপ্রচারে নিবেদিত একটি বহুমুখী দাতব্য প্রতিষ্ঠান।

প্রঃ এই কোর্সসমূহের রচয়িতা কারা?

পবিত্র বাইবেল শিক্ষা প্রদানে যারা তাদের জীবন নিবেদন করেছেন তাদের সম্পর্কে জানতে “আমাদের লেখকবৃন্দ সম্পর্কে” পৃষ্ঠায় গমন করুন।

 


কোর্সে ভর্তি সংক্রান্ত প্রশ্নাবলী

প্রঃ এ স্কুলে কোন কোর্সে ভর্তির জন্য পূর্বশর্তসমূহ কি?

কোন পূর্বশর্ত প্রযোজ্য নয়। আমাদের কোর্সসমূহ সকলের জন্য উন্মুক্ত।

প্রঃ কোন কোন কোর্সে ভর্তি হতে পারি?

আমাদের এখানে বিদ্যমান সকল কোর্সে ভর্তি হতে পারেন। ইতিমধ্যেই আপনার বিশেষ কোন কোর্স নেয়ার লক্ষ্য না থাকলে আপনি যীশু খ্রিষ্টের জীবনী, ১ দিয়ে শুরু করতে পারেন।

প্রঃ প্রতিটি কোর্সের মেয়াদ কতদিন?

প্রতিটি কোর্স শেষ করতে সর্বোচ্চ ৫০ দিন সময় পাবেন, যা আপনি যে মুহূর্তে কোর্সে ভর্তি হয়েছেন তখন থেকে শুরু হয়।

প্রঃ কোর্সসমূহ কবে থেকে শুরু হয়?

আমরা পরামর্শ করবো আপনাকে আমাদের সেমিস্টার কিংবা ত্রৈমাসিক সমসূচীর একটি বাছাই করতে (বিস্তারিত জানতে “সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন” পৃষ্ঠায় গমন করুন), কিন্তু আপনি একটি কোর্স যেকোন সময় শুরু করতে পারেন। আপনি যদি কোন জ্ঞান চর্চা গ্রুপ কিংবা স্থানীয় বাইবেলের আলোকে স্কুলের সদস্য হয়ে থাকেন তাহলে অন্য আরো সদস্যদের সাথে সহযোজন করে দেখুন যাতে সবাই মিলে একত্রে ভর্তি হতে পারেন।

প্রঃ শুধুমাত্র একটি কোর্স নেয়া কি সম্ভব?

হ্যাঁ। যদিও আমরা মনে করি যে আপনি একটা কোর্স নিয়ে শুরু করার পর আরো অন্যান্য কোর্স নিতে আগ্রহী হবেন তা একান্তই আপনার ইচ্ছা; আপনাকে কোনক্ষণেই কোন কোর্সে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি করা হবে না কিংবা তার জন্য অর্থ পরিশোধ করতে হবে না।

প্রঃ এক সাথে একাধিক কোর্সে ভর্তি হওয়া সম্ভব?

আমাদের সিস্টেম আপনাকে শুধু মাত্র একটি কোর্স নিতে অনুমতি প্রদান করে। কিন্তু আপনাকে আপনার বর্তমান কোর্সটি মেয়াদোত্তীর্ণ হতে ৫০ দিনের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি কোন কোর্স সম্পন্ন করামাত্র পরবর্তী কোর্সে এগিয়ে যাবার সুযোগ পাবেন।

প্রঃ কোন আলাদা পুস্তক কিংবা উপকরণ সংগ্রহের প্রয়োজন হবে কী?

কোর্সের জন্য আপনার যা প্রয়োজন সবকিছুই সরবরাহ করা হবে। আপনার শুধুমাত্র ইন্টারনেটে সংযোগের একটি মাধ্যম ও শেখার জন্য একটু আগ্রহের প্রয়োজন। আমরা জরুরীভাবে পরামর্শ করি আপনার হাতে যেন বাইবেলের একটি অনুলিপি থাকে। তবুও, আমাদের পক্ষ থেকে প্রদত্ত প্রতিটি অধ্য়য়ন পাঠে অধ্যয়নরত বাইবেলের অংশবিশেষ অন্তর্ভুক্ত থাকে।

প্রঃ “ব্যক্তিগত পছন্দ” আর “সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন”-এর মধ্যে পার্থক্য কি?

ব্যক্তিগত পছন্দ” উপায় হচ্ছে তাদের জন্য যারা কোন কোর্স নিতে চান তা ইতিমধ্যেই জানেন কিংবা যারা নিজেদের অনুক্রম আনুসারে কোর্সসমূহ থেকে বাছাই করতে চান। “সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন” তৈরি করা হয়েছে তাদের জন্য যারা অবশেষে পবিত্র বাইবেল সম্পূর্ণভাবে অধ্যয়ন করার ক্ষেত্রে সুসজ্জিত পন্থা অবলম্বন করতে চান। দুটোর মধ্যে একমাত্র দেখার মত ব্যবধান হলো যে “ব্যক্তিগত পছন্দ” আপনাকে নিজেকে প্রথম কোর্সটা বাছাই করতে সুযোগ প্রদান করে, আর “সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন” সেটি আপনার জন্য বাছাই করে দেয়। তার বাইরে অন্য সব কৌশলগত দৃষ্টিভঙ্গিতে দুটো অভিন্ন। বিভিন্ন লোকজন তাদের নিজ প্রয়োজনে কিভাবে স্কুলটি ব্যবহার করতে পারেন তা ব্যখ্যা করতে আমরা ভিন্ন ধরনের পরামর্শসম্বলিত দু’টি উপায় পেশ করছি।

প্রঃ “ব্যক্তিগত পছন্দ”-এর অধীনে কোন কোর্সে ভর্তি হয়ে পরবর্তীতে তা “সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন”-এ পরিবর্তন করতে পারবো?

কোর্স পরিবর্তনের প্রয়োজন হবে না। আপনি কোন কোর্স সম্পন্ন করার পর স্কুলই আপনাকে পরবর্তী কোর্সটি সম্পর্কে সুপারিশ করবে। একই সময়ে, আপনি যদি ভিন্ন একটি কোর্স নিতে চান সেটা করার উপায়ও আপনার জন্য উন্মুক্ত রাখবে। দুই উপায়েই আপনি নির্দ্দিষ্ট কোর্স গ্রুপের সবকটি কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট গ্রহণ করার যোগ্যতা অর্জন করবেন।

প্রঃ “সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন”-এর অধীনে ভর্তি হয়ে পরবর্তীতে আলাদাভাবে ভিন্ন কোর্স নিতে পারবো?

হ্যাঁ। প্রতিটি কোর্স সম্পন্ন করার পর স্কুল আপনাকে পরবর্তী কোর্সটি সম্পর্কে সুপারিশ করবে। একই সাথে, আপনি যদি ভিন্ন কোন কোর্স নিতে চান সেটি বাছাই করার সুযোগও দেবে। বাছাই করার ইচ্ছে আপনারই থাকবে।

প্রঃ সেমিস্টার কিংবা ত্রৈমাসিক পদ্ধতির জন্য কোথা থেকে আমার পছন্দের কোর্সের দ্রুততা বাছাই করবো?

সেমিস্টার ও ত্রৈমাসিক অনুসূচীসমূহ (“সেমিস্টার পদ্ধতিতে অধ্যয়ন” পৃষ্ঠায় দেখুন) আপনার পছন্দসইভাবে অনুসরণ করার জন্য পরামর্শ মাত্র। ওয়েবসাইটে কখনো আপনাকে একান্তভাবে একটিকেই বাছাই করার বাধ্যকতা থাকবে ন।

প্রঃ যদি ৫০ দিন সময়সীমার মধ্যে কোর্স শেষ না করতে পারি তাহলে কি হবে?

৫০ দিনের মধ্যে কোর্সটি সম্পন্ন করতে সক্ষম না হলে আপনি কম মূল্যে প্রাপ্য ৩০ দিনের মেয়াদবৃদ্ধির প্যাকেজ ক্রয় করতে পারেন। মেয়াদবৃদ্ধির প্যাকেজসমূহ শুধুমাত্র প্রাথমিক ৫০ দিনের মেয়াদ উত্তীর্ণ হলেই ক্রয়ের যোগ্য। কোর্স প্রতি মেয়াদবৃদ্ধি প্যাকেজসমূহ একাধিকবার ক্রয় করার ওপর কোন সীমাবদ্ধতা নেই।

প্রঃ কোর্স সম্পন্ন করার পূর্বে যদি আমার কোর্সে প্রবেশাধিকার মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ে তখন কি হবে? অবশিষ্ট অংশ কী পরবর্তীতে এসে শেষ করতে পারবো?

কোর্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কিছু সময় পার হয়ে গেলেও আপনি ৩০ দিন মেয়াদবৃদ্ধির প্যাকেজ ক্রয় করে যেখানে পরিত্যাগ করেছিলেন সেখান থেকে চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

 


অর্থ পরিশোধ সংক্রান্ত প্রশ্নাবলী

প্রঃ কোর্সে ভর্তি হতে অর্থ পরিশোধ করতে হবে?

হ্যাঁ। বাইবেলের আলোকে পবিত্র বাইবেল শিক্ষা এবং খ্রীষ্ট ধর্মপ্রচারে নিবেদিত Truth for Today নামক একটি দাতব্য সংগঠনের একটি কৃতী। এমন মানের একটি কার্যক্রম উল্লেখযোগ্য অর্থের বিনিময়ে বাস্তবায়ন হয়ে থাকে। কোন কোর্স ক্রয় করে আপনি আমাদের এ কার্যক্রম বহাল রাখতে ও সমর্থন করতে, নতুন বিষয়বস্তু তৈরিতে এবং আপনার মতোই অন্যান্য ভাষার লোকজন এ মহান কোর্সসমূহ যেন অধ্যয়ন করতে পারে তা অনুবাদ করায় সহায়তা করবেন।

প্রঃ কোর্সে ভর্তি হতে কত টাকার প্রয়োজন?

প্রতিটি কোর্সের মূল্য “ভর্তি হোন” বাটনের সঙ্গে উল্লখ আছে এবং প্রদর্শিত মূল্যটিই আমরা আপনার কাছ থেকে ধার্য্য করবো। প্রতিটি কোর্সে উল্লেখিত মূল্যের বাইরে আমরা কোন ফী আরোপ করবো না। কোর্সের মূল্য আপনি বিশ্বের যে স্থান থেকে আমাদের সাইটে প্রবেশ করেছেন তার ওপর ভিত্তি করে পরিবর্তিত হয়ে থাকে। কোর্সের মূল্য নির্ধারণের সময় আমরা প্রতিটি দেশের মানুষের গড় অর্থনৈতিক মাধ্যমের কথা বিবেচনায় নিতে যথেষ্ট গুরুত্ব দিয়েছি, কারণ আমরা এ কার্যক্রমটি প্রদানে এর পেছনে খরচের ভারসাম্য এমনভাবে মেলানোর চেষ্টা করছি যেন যারা পবিত্র বাইবেল অধ্যয়ন করায় গভীরভাবে আগ্রহী তাদের ওপর কোন অর্থনৈতিক বাধা সৃষ্টি না হয়। এ ব্যপারে আমরা আপনাদের সহানুভূতি কামনা করছি।

প্রঃ কোর্সে ভর্তি হতে কবে নাগাদ অর্থ পরিশোধ করতে হবে?

ভর্তির সময় প্রতিটি কোর্সের মূল্য আপনি আলাদাভাবে পরিশোধ করবেন। তার বাইরে অন্য কোন কোর্সে কখনো আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি করা হবে না কিংবা অন্য কোর্সের জন্য কোন মূল্য আরোপ করা হবে না।

প্রঃ অর্থ পরিশোধের জন্য কি কি উপায় বিদ্যমান রয়েছে?

আমরা Visa, MasterCard, American Express, JCB, Discover, and Diners Club গ্রহণ করে থাকি। আপনার ক্রেডিট কিংবা ডেবিট কার্ডে যদি নিম্নে প্রদত্ত লোগোসমূহ থাকে তাহলে আমাদের কোর্সসমূহে ভর্তি হতে আপনার কার্ডটি ব্যবহার করতে পারেনঃ

ভিসা মাস্টার কার্ড এ্যামেক্স জেসিবি ডিসকভার ডাইনারস

প্রঃ মার্কিন ডলারের চেয়ে ভিন্ন কোন মুদ্রায় হয়ে থাকলেও আমি আমার ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করতে পারবো?

অধিকাংশ ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানীগুলো আপনাকে বিদেশি মুদ্রায় ক্রয় করার সুযোগ প্রদান করবে, এবং আপনার কার্ড থেকে দেশীয় মুদ্রায় সংযুক্ত পরিমাণে কোর্সের মূল্য আরোপ করে থাকবে। লক্ষ রাখবেন মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে আপনার কার্ডে ক্ষুদ্র ব্যয় আরোপিত হতে পারে।

 


কোর্স বাছাই সংক্রান্ত প্রশ্নাবলী

প্রঃ কোর্সের ব্যপারে কি কি প্রত্যাশা করতে পারি?

কোর্সসমূহ পাঠনির্ভর এবং “অধ্যয়নের পাঠ্যবস্তু” নামে কিছু ডিজিটাল পুস্তকের ওপর ভিত্তি করে সম্পাদন করা হয়। কোর্সটি সম্পন্ন করতে আপনি ৫০ দিন সময় পাবেন, কিন্তু কত গতিতে সম্পন্ন করতে চান তা আপনার ওপর নির্ভর করবে। বিস্তারিত জানতে আমাদের “কোর্সের বিষয়বস্তুর নমুনা” পৃষ্ঠায় গমন করুন।

প্রঃ কোর্সের বিষয়বস্তুর কোন নমুনা আছে কী?

হ্যাঁ! আমাদের “কোর্সের বিষয়বস্তুর নমুনা” পৃষ্ঠায় দেখুন।

প্রঃ “অধ্যয়নের পাঠ্যবস্তু” মানে কি?

প্রতিটি কোর্সের জন্য নির্ধারিত “অধ্যয়নের পাঠ্যবস্তু” হচ্ছে Truth for Today প্রদত্ত পবিত্র বাইবেলের ব্যাখ্যা সিরিজে বিদ্যমান খন্ডসমূহের একটি থেকে বাছাইকৃত PDF ফাইলে পরিণত একটি ডিজিটাল পুস্তক। প্রিন্ট সংস্করণ রূপে প্রায় ৩৫০ থেকে ৭০০ পৃষ্টায় প্রকাশিত এ খন্ডসমূহ বাইবেলের ব্যখ্যা এবং প্রয়োগের নিয়মাবলী বহন করে। অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ আগামী বছরগুলোর জন্য আপনার ধর্মীয় গ্রন্থাগারের অমূল্য অংশ হয়ে থাকবে।

প্রঃ প্রতিটি কোর্স শেষে অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ কি কাজে ব্যবহার করব?

কোর্সের সময় আপনার প্রাপ্ত অধ্যয়নের পাঠ্যবস্তু এবং ডাউনলোডযোগ্য অন্যান্য উপকরণসমূহ কোর্সের পর ব্যবহারের জন্য আপনার মালিকানাধীন রয়ে যাবে। প্রতিটি কোর্স সমাপ্ত হওয়ার পূর্বে এ ফাইলসমূহ আপনার কম্পিউটারে সংরক্ষণ করা নিশ্চিত করুন।

প্রঃ অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহের প্রিন্ট সংস্করণের কোন অনুলিপি পাওয়া সম্ভব?

অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহের শক্ত মলাটের প্রিন্ট সংস্করণের অনুলিপিসমূহ শুধুমাত্র ইংরেজীতে বিদ্যমান। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত শিক্ষার্থীগণ যারা কোর্সসমূহ ইংরেজীতে নিচ্ছেন তারা ডিজিটাল কপির পাশাপাশি একটি প্রিন্ট সংস্করণও পাবেন। প্রিন্ট সংস্করণ এবং পরিবহন খরচ যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য কোর্সের মূল্যে অন্তর্ভুক্ত। কোর্সে ভর্তি হওয়ার সময় আপনাকে আপনার প্রেরণের ঠিকানা প্রদান করতে বলা হবে।

অনুগ্রহ করে লক্ষ্য করুন যে কোর্সের জন্য নির্ধারিত ৫০ দিনের মেয়াদ ভর্তির সময় থেকে শুরু হবে। সুতরাং, আমরা পরামর্শ করি যে আপনি অধ্যয়ন শুরুর জন্য প্রিন্ট সংস্করণ পাওয়ার অপেক্ষায় থাকবেন না।

আন্তর্জাতিক পরিবহন খরচ অধিক হওয়ায় যুক্তরাষ্ট্রের বাইরের শিক্ষার্থীগণ শুধুমাত্র ডিজিটাল রূপে অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ পেয়ে থাকবেন। উচ্চ পরিবহন খরচ সত্ত্বেও আপনি যদি ইংরেজী ভাষায় প্রিন্ট সংস্করণটির অনুলিপি ক্রয় করতে চান তাহলে staff@resourcepublications.net-এ ইমেইল করে কিংবা 1-501-305-1472 নাম্বারে ফোন করে Resource Publication-এর সাথে যোগাযোগ করতে পারেন (ফোন নাম্বারের পূর্বে আপনার দেশের ক্ষেত্রে প্রযোজ্য প্রস্থান কোডটি প্রবেশ করার প্রয়োজন হতে পারে)।

প্রঃ আমি নিজেই অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ প্রিন্ট করতে পারি?

নিজ প্রয়োজনের জন্য আপনি অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ প্রিন্ট করতে পারেন। পাঠ্যবস্তুসমূহ ফটোকপি করা কিংবা তা অন্য কাউকে দিতে পারবেন না। লক্ষ্য করুন যে প্রতিটি পাঠ্যবস্তু কয়েক শত পৃষ্ঠা দীর্ঘ, তাই আপনি নিজে প্রিন্ট করতে অধিক পরিমাণে কালি এবং কাগজ খরচ হবে।

প্রঃ কোর্সসমূহ কিভাবে মূল্যায়ন করা হয়?

কোর্স বরাবর পাঁচটি অনুচ্ছেদ পরীক্ষা এবং একটি সর্বাঙ্গীন ফাইনালের মাধ্যমে আপনার অগ্রগতি নির্ধারণ করা হবে। আপনার সর্বশেষ ফলাফলটি হবে ছ’টি পরীক্ষার সবকটির গড়।

প্রঃ আমার ফলাফলের কোন প্রতিলিপি পাওয়া যাবে?

হ্যাঁ। আপনি ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবপেজের উপর-ডান পাশে “আমার অ্যাকাউন্ট”-এর অধীনে “আমার ফলাফল“-এর লিঙ্কটি পাবেন।

প্রঃ অন্যান্য শিক্ষার্থীদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো?

আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরিভাবে যোগাযোগ করা সম্ভব নয়, কিন্তু আমরা আপনাকে স্থানীয় বাইবেলের আলোকে স্কুল কিংবা অধ্যয়ন গ্রুপের অন্যান্য শিক্ষার্থীদের সাথে যোগ দিতে জোরালোভাবে উৎসাহ প্রদান করবো। পরামর্শ ও অভিভাবনের জন্য “কিভাবে স্কুল চালু করবেন” দেখুন।

 


পরীক্ষা সংক্রান্ত প্রশ্নাবলী

প্রঃ মোট কয়টি পরীক্ষা রয়েছে?

প্রতিটি কোর্সের ক্ষেত্রে পাঁচটি করে অনুচ্ছেদ পরীক্ষা এবং একটি সর্বাঙ্গীন ফাইনাল পরীক্ষা রয়েছে।

প্রঃ পরীক্ষাসমূহ কখন নিতে হবে?

পরীক্ষা নেয়ার জন্য নির্ধারিত কোন সময় নেই। প্রতিটি অনুচ্ছেদের বিষয়বস্তু অধ্যয়নের পর আপনি যখনই প্রস্তুত হবেন তখনই পরীক্ষা নিতে পারবেন। মনে রাখবেন, ছ’টি পরীক্ষা নেয়ার জন্য আপনার ৫০ দিন সময় থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে ছ’টি পরীক্ষার সবকটি নেয়া নিশ্চিত করায় সহায়তা করতে আমরা আপনার জন্য একটি গতি নির্দেশিকা প্রদান করবো।

প্রঃ প্রতিটি পরীক্ষায় কয়টি করে প্রশ্ন থাকে?

প্রতটি পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলীর বৃহৎ একটি সংগ্রহমালা থেকে এলোমেলোভাবে বাছাই করা ৫০টির চেয়ে কম প্রশ্ন থাকবে।

প্রঃ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন থাকবে?

পরীক্ষার প্রশ্নসমূহ নৈর্ব্যক্তিক এবং সত্য/মিথ্যার মিশ্রণ হবে। নৈরব্যক্তিক ধরনে আমরা একটি প্রশ্ন জিজ্ঞেস করে একাধিক বিকল্পের মাঝ থেকে সঠিক উত্তর বাছাই করতে বলবো। সত্য/মিথ্যা ধরনে আমরা একটি উক্তি প্রদান করবো এবং আপনি যা শিখেছেন তার আলোকে তা সত্যি কিনা মিথ্যে তা নির্ণয় করবেন। কয়েকটি প্রশ্নের নমুনা দেখতে আমাদের কোর্সের বিষয়বস্তুর নমুনা পৃষ্ঠা দেখুন।

প্রঃ পরীক্ষায় কি কি বিষয়বস্তুর মূল্যায়ন করা হবে?

প্রতিটি অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা আপনার পাঠের জন্য কিছু পৃষ্ঠা নির্ধারণ করে দেব এবং সে পৃষ্ঠাগুলো সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞেস করবো। আপনার জন্য নির্ধারিত পাঠসমূহে অন্তর্ভুক্ত “প্রয়োগ” কিংবা “অতিরিক্ত পাঠের জন্য” অনুচ্ছেদসমূহ এবং প্রদত্ত ব্যাখ্যাভিত্তিক পাঠ্যবস্তুসগুলোর বাইরে কোন বিষয়বস্তু থেকে কোন প্রশ্ন জিজ্ঞেস করা হবে না। সর্বাঙ্গীন পরীক্ষাটি হবে পাঠ্যবস্তুর পাঁচটি অনুচ্ছেদের সবকটিকে ঘিরে।

প্রঃ পরীক্ষার উত্তর কখন মূল্যায়ন করা হবে?

আপনি পরীক্ষা সম্পন্ন করে “উত্তর জমা দিন” বাটনে ক্লিক করার পর তাৎক্ষণিকভাবে আপনার পরীক্ষা মূল্যায়ন করা হয়ে যাবে।

প্রঃ উত্তর না দেয়া প্রশ্নসমূহ পরবর্তীতে দেখা সম্ভব হবে?

হ্যাঁ। উত্তর দেননি এমন প্রশ্নসমূহ আমরা চিহ্নিত করে থাকি কারণ সেগুলো আপনাকে শেখার জন্য অসাধারণ সুযোগ প্রদান করে। অধ্যয়ন পাঠ্যবস্তুর যেখানে সেগুলোর উত্তর পাওয়া যাবে সে অংশটি পুনরায় পাঠ করে এ সুযোগটির সুব্যবহার করুন। এবং মনে রাখুন একই প্রশ্ন সর্বাঙ্গীন পরীক্ষায়ও পুনরায় আসতে পারে।

প্রঃ পরীক্ষাগুলোর জন্য কোন সময়সীমা থাকবে?

না। আমরা আপনাকে প্রতিটি প্রশ্ন সতর্কতার সাথে বিবেচনা করার জন্য যত সময়ের প্রয়োজন হবে তা নিতে উৎসাহ দিচ্ছি।

প্রঃ পরীক্ষাসমূহের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে এমন কোন গাইড বই থাকবে?

হ্যাঁ। প্রতিটি কোর্সের ক্ষেত্রে পরীক্ষার জন্য জানা জরুরী মৌলিক সংজ্ঞা এবং ধারণাসম্বলিত পাঁচটি গাইড বই রয়েছে। সর্বাঙ্গীন পরীক্ষার জন্য প্রস্তুত হতে আপনাকে পাঁচটি গাইডই পড়তে হবে। গাইড বইয়ের নমুনার জন্য “কোর্সের বিষয়বস্তুর নমুনা” পৃষ্ঠায় গমন করুন।

প্রঃ পরীক্ষার সময় আমি আমার বাইবেল ও নোটসমূহ হতে কিংবা অন্য উপায়ে সহায়তা নিতে পারবো?

না, পরীক্ষা শুরুর পূর্বে আপনাকে আপনার বাইবেল, নোট এবং পাঠ্যবস্তুসমূহ সরিয়ে ফেলতে হবে।

প্রঃ পরবর্তী অনুচ্ছেদে অগ্রসর হতে পরীক্ষার ফল কত হতে হবে?

কোন কোর্সের পরবর্তী অনুচ্ছেদে এগোতে পরীক্ষায় শিক্ষার্থীদের নূনতম শতকরা ৭০ ভাগ নম্বর পেতে হবে। যেহেতু আমাদের স্কুলের লক্ষ্য হলো যেন আপনারা বিষয়বস্তুসমূহ শিখতে পারেন তাই ৭০ ভাগের কম নম্বর পেলে আপনি আরো অধিক অধ্যয়ন করে পরীক্ষাটি পুনরায় নেয়ার সুযোগ পাবেন। প্রতিবার পরীক্ষায় প্রশ্নগুলো এলোমেলোভাবে বাছাই করা হয়। তাই পরীক্ষার কিছু প্রশ্ন প্রথম বারের মতো একই হবে না। পরবর্তী অনুচ্ছেদে পেরিয়ে যেতে আপনি যত ইচ্ছে তত পুনঃপরীক্ষা নিতে সুযোগ পাবেন, কিন্তু আমরা উৎসাহিত করবো যেন আপনি প্রথম বারই সাগ্রহে পড়াশোনা করে পাস করে যান কারণ সিস্টেম আপনি কতবার পরীক্ষাটি পুনরায় নিয়েছেন তার হিসেব রাখে। লক্ষ্য করুন সর্বাঙ্গীন পরীক্ষাটি পুনরায় নেবার কোন সুযোগ থাকবে না।

প্রঃ শতকরা ৭০ ভাগ কিংবা তার বেশি নম্বর নিয়ে পাস করলে পুনরায় পরীক্ষা নেয়া যাবে?

না। একবার নূনতম ৭০ ভাগ নম্বর নিয়ে পাস করলে সেটাই হবে আপনার চূড়ান্ত ফলাফল।

প্রঃ সর্বাঙ্গীন পরীক্ষায় কিভাবে পুনরায় অংশ নিতে পারবো?

কোর্সের বিষয়বস্তু শেখায় সাহায্য করতে আমরা আপনাকে পাঁচটি অনুচ্ছেদ পরীক্ষা পুনরায় নেয়ার সুযোগ প্রদান করে থাকি। কিন্তু সর্বাঙ্গীন পরীক্ষায় শতকরা ৭০ ভাগের কম পেয়ে থাকলেও আপনি তা পুনরায় নিতে পারবেন না। সর্বাঙ্গীন পরীক্ষাটি আপনি কোর্সটি থেকে যা শিক্ষা নিয়েছেন তার আসল পরিমাপ।

প্রঃ পরীক্ষার সময় কম্পিউটার ত্রুটি দেখা দিলে কিংবা ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেলে কি হবে?

সমস্যা দূরীকরণ হওয়ার পর আপনি পরীক্ষা পুনরায় চালু করতে পারবেন। আপনার ইন্টারনেট সংযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে অফলাইন অবস্থায় আপনি পরীক্ষা চালিয়ে যেতে পারবেন এবং সংযোগ পুনর্বহাল হলে আপনার উত্তরসমূহ জমা দিতে পারবেন।

 


প্রযুক্তি সংবলিত প্রশ্নাবলী

প্রঃ এ ওয়েবসাইট ব্যবহারের জন্য নূনতম কম্পিউটার কনফিগারেশন কি?

আমাদের ওয়েবসাইট জনপ্রিয় ব্রাউজারসমূহের (গুগল ক্রোম, ফায়ার ফক্স, ইন্টেরনেট এক্সপ্লোরার, ওপেরা কিংবা সাফারি) সর্বশেষ অন্তত তিনটি সংস্করণের সাথে সামঞ্জস্যতা রেখে ডিজাইন করা হয়েছে। আপনার কম্পিউটার এ ব্রাউজারগুলোর যেকোন একটির সাথে সামঞ্জস্য থাকলে অনলাইন স্কুলে প্রবেশ করতে পারবেন। সাধারণ লক্ষণ হিসেবে আপনার কম্পিউটারে যদি এ ওয়েবসাইটের প্রকাশ্য পৃষ্ঠাসমূহ দেখতে পান, এবং “কোর্সের বিষয়বস্তুর নমুনা“সমূহ ডাউনলোড করে দেখতে পান তাহলে আপনার কম্পিউটারের মাধ্যমে অনলাইন স্কুলে প্রবেশ সফল হওয়ার কথা।

প্রঃ ইন্টারনেট সংযোগ থেকে দূরাবস্থায় অধ্যয়ন করা সম্ভব?

ফাইলসমূহ ডাউনলোড করতে, পরীক্ষা নিতে এবং কোর্স যাবত অগ্রসর হতে আপনার ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। আপনি অধিকাংশ সময়ই পাঠ্যবস্তুগুলো পড়ায় এবং পরীক্ষার জন্য প্রস্তুয় হতে ব্যয় করবেন। এবং তা আপনি বিশেষ কোন অনুচ্ছেদের পাঠ্যবস্তু এবং গাইড বইটি পূর্বেই ডাউনলোড করে অফলাইন অবস্থায় করতে পারেন।

প্রঃ বাইবেলের আলোকে’য় পড়ার সময় ট্যাব্ললেট কিংবা মোবাইল ব্যবহার করতে পারবো?

আমাদের ওয়েবসাইট জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেমসমূহের (যেমন আন্ড্রয়েড ও আইওএস) সর্বশেষ নূনতম তিনটি সংস্করণের সাথে সামঞ্জস্যতা রেখে ডিজাইন করা হয়েছে। তার পাশাপাশি, PDF ফাইল দর্শন করার ক্ষমতা থাকতে হবে, যার জন্য বেশ কয়েকটি অ্যাপ বিদ্যমান রয়েছে যেগুলোর মাঝে কয়েকটি বিনামূল্যে পাওয়া যায়। আপনার স্মার্টফোন কিংবা ট্যাবলেটে যদি এসব বৈশিষ্ট থাকে তাহলে তা এ অনলাইন স্কুলের জন্য ব্যাবহার করতে পারবেন। সাধারণ লক্ষণ হিসেবে আপনি যদি আপনার যন্ত্রের মাধ্যমে এ ওয়েবসাইটের প্রকাশ্য পৃষ্ঠাসমূহ দেখতে পান এবং “কোর্সের বিষয়বস্তুর নমুনা“সমূহ ডাউনলোড করে দেখতে পান তাহলে আপনার যন্ত্রের মাধ্যমে আমাদের অনলাইন স্কুলেও প্রবেশ করতে সক্ষম হবেন।

প্রঃ আমার একাউন্টের সাথে সংসৃষ্ট পাসওয়ার্ড ও ইমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবো?

এখান থেকে আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

প্রঃ অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ দেখতে পাচ্ছি না কিংবা তা সঠিকভাবে প্রদর্শিত হচ্ছে না। এখন কি করবো?

ডিজিটাল পাঠ্যবস্তুসমূহ PDF রূপে প্রাপ্তিসাধ্য করা হয়েছে। এ ফাইলগুলো খুলতে আপনার একটি PDF রিডারের প্রয়োজন হবে। আপনি যদি PDF ফাইল খুলতে কোন সমস্যা কিংবা লেখার পরিবর্তে সাদা বক্সের মত কোন প্রদর্শন ত্রুটির সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের পরামর্শ আপনি এখান থেকে বিনামূল্যে Adobe Reader-এর সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করুন।

প্রঃ ওয়েবসাইটটি সঠিকভাবে কাজ করছে না। এখন কি করা উচিত?

প্রথমেই আপনি গুগল ক্রোম, ফায়ার ফক্স, সাফারি কিংবা ওপেরা’র সর্বশেষ সংস্করণটি যে ব্যবহার করছেন তা নিশ্চিত করুন। সমস্যাটি চলতে থাকলে অনুগ্রহ করে তা আমাদের “সহায়তা” পৃষ্ঠায় রিপোর্ট করুন। ত্রুটি জ্ঞাপন করার সময় অনুগ্রহ করে বিস্তারিত বর্ণনা প্রদান করুন। আপনার রিপোর্টে আপনার ব্যবহৃত ব্রাউজারের সংস্করণ, আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম (যেমন, উইন্ডোজ ৮ কিংবা ম্যাক ওএস ১০.১০ ইয়োসেমাইট), যে পৃষ্ঠায় সমস্যাটির আবির্ভাব হয়েছে তার ওয়েব ঠিকানা, সমস্যাটির বর্ণনা এবং সমস্যাটির উৎপত্তি ঘটাতে পারে আপনার এমন কোন কর্মকান্ড উল্লেখ করুন।

প্রঃ আমার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেয়া হচ্ছে?

আমরা আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পদক্ষেপ গ্রহন করেছি। আপনার কম্পিউটার হতে আমাদের ওয়েবসাইটের ড্যাটা সংযোগটি SSL প্রযুক্তি দ্বারা এনক্রিপ্ট করে সুরক্ষা দেয়া হয়। আপনার অর্থ পরিশোধের তথ্যাবলী কখনোই আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না, এবং লেনদেনসমূহ বিশ্বস্ত এক ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড লেনদেন প্রসেসারের মাধ্যমে পরিচালনা করা হয়।

 


সহায়তা সংক্রান্ত প্রশ্নাবলী

প্রঃ পূর্বে শুরু করা একটি কোর্সে কিভাবে প্রবেশ করবো?

আপনি যদি লগ ইন না করে থাকেন তাহলে এ ওয়েবপেজের উপর-ডানের কোনায় অবস্থিত “লগ ইন” লিঙ্কটি ব্যবহার করে প্রবেশ করুন, অথবা আপনি যদি ইতিমধ্যেই লগ ইন হয়ে থাকেন তাহলে এ ওয়েবপেজের উপর-ডানের কোনায় অবস্থিত “আমার অ্যাকাউন্ট“-এ ক্লিক করুন। “আমার অ্যাকাউন্ট” পৃষ্ঠায় যে বাটনটিতে লাল রঙে লেখা আছে “কোর্সে প্রবেশ করুন” সেটিতে ক্লিক করুন। তা আপনাকে আপনার বর্তমান কোর্সের প্রথম পৃষ্ঠায় নিয়ে যাবে। সেখান থেকে আপনি সর্বশেষ যেখানে থেমেছিলেন সেখানে গমন করার ধাপে এগিয়ে যেতে পারবেন।

প্রঃ পূর্বে সম্পন্ন করা কোন কোর্স পুনরায় নেয়া সম্ভব?

না। তবে, যদি ইতিপূর্বে অধ্যয়ন সম্পন্ন করেছেন এমন বিষয়বস্তু পুনরায় চনমনে করতে চান সেজন্য যখনই ইচ্ছে তখন অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ পুনরায় পাঠ করতে আমরা উৎসাহ প্রদান করি।

প্রঃ আমার অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ হারিয়ে ফেলেছি। আরেকটি কপি কোথা থেকে পাবো?

বর্তমানে নিবন্ধিত আছেন এমন সবকটি কোর্সে প্রদত্ত সকল বিষয়বস্তুর প্রতি আপনার সম্পূর্ণ প্রবেশাধিকার রয়েছে। আপনার নিবন্ধিত বর্তমান কোর্সের “কোর্সে শুরু করা” পৃষ্ঠা থেকে অধ্যয়নের পাঠ্যবস্তুসমূহ পুনরায় ডাউনলোড করতে পারেন। ডাউনলোডকৃত ফাইলগুলো কোর্সে আপনার প্রবেশাধিকার মেয়াদোত্তীর্ণ হয়ে পড়লে আপনার হাতে বিদ্যমান রাখতে সেগুলোকে কম্পিউটারের একটি নিরাপদ স্থানে সংরক্ষণ করে রাখা নিশ্চিত করুন। আমরা আরো পরামর্শ করবো কম্পিউটার বিচ্যুতির ক্ষেত্রে সেগুলো হারানোর ঝুঁকি এঁরাতে আপনি যেন ব্যাকআপ কপি তৈরি করে রাখেন।

প্রঃ অধ্যয়নের পাঠ্যবস্তুর ডিজিটাল কপিসমূহ হারিয়ে ফেলেছি এবং আমার কোর্সে প্রবেশাধিকার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। আরেকটি কপি কিভাবে ডাউনলোড করবো?

কোর্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পর পাঠ্যবস্তুসমূহে পুনরায় প্রবেশাধিকার অর্জনের একমাত্র উপায় হচ্ছে স্বল্প ব্যয়ে কোর্সটি নবায়ন করা। যা “আমার অ্যাকাউন্ট” পৃষ্ঠা থেকে করতে পারেন। চলমান সময়ে আপনি যদি আরেকটি কোর্সে ভর্তি হয়ে থাকেন তাহলে আগে সেটি সম্পন্ন করতে হবে কারণ এক সাথে আপনি শুধুমাত্র একটি কোর্সে ভর্তি হতে পারবেন। কোর্সটি নবায়নের পর কোর্সের ভেতর যেকোন পৃষ্ঠায় পুনর্গমন করে আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন।

প্রঃ আমার পাসওয়ার্ড ভুলে গিয়েছি। আমার অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে পাবো?

আপনি এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আপনি আপনার ইমেইল ঠিকানা কিংবা ব্যবহারকারীর নাম প্রবেশ করলে আমরা আপনাকে পাসওয়ার্ড পুনঃনির্ধারণের জন্য লিঙ্কসম্বলিত একটি ইমেইল প্রেরণ করবো।

প্রঃ নিবন্ধনের সময় ব্যবহৃত ইমেইল ঠিকানাটিতে আমি এখন প্রবেশ করতে অক্ষম। আমার অ্যাকাউন্ট কিভাবে পুনরায় প্রবেশ করবো?

যদিও আপনি আপনার পুরনো ইমেইল ঠিকানায় প্রবেশ করতে পারছেন না, তবু আপনি তা ব্যবহার করে এ ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। তারপর, “আমার অ্যাকাউন্ট” পৃষ্ঠায় গমন করে আপনার অ্যাকাউন্টকে নতুন কোন ইমেইল ঠিকানায় বহন করতে “পাসওয়ার্ড ও অ্যাকাউন্ট তথ্যাবলী পরিবর্তন করুন” বাছাই করুন। তারপর থেকে নতুন ইমেইলটি ব্যবহার করে আপনি এ ওয়েবসাইটে লগ ইন করবেন।

প্রঃ আমার অ্যাকাউন্ট কারো সাথে শেয়ার করতে পারবো?

না। প্রতি ব্যক্তির তাঁর নিজের অ্যাকাউন্ট থাকতে হবে।

প্রঃ আমার অ্যাকাউন্ট কারো প্রতি হস্তান্তর করতে পারবো?

না। প্রতি ব্যক্তির তাঁর নিজের অ্যাকাউন্ট থাকতে হবে।

প্রঃ সহায়তার জন্য কোথায় যোগাযোগ করবো?

আপনার প্রশ্নটি ইতিমধ্যেই জবাবকৃত হয়েছে কিনা তা নিশ্চিত হতে অনুগ্রহ করে আমাদের এ প্রায়শই জিজ্ঞেসিত প্রশ্নাবলী পৃষ্ঠায় অনুসন্ধান করে দেখুন। আপনি যদি কোন স্থানীয় বাইবেলের আলোকে স্কুল কিংবা অধ্যয়ন গ্রুপের সদস্য হয়ে থাকেন তাহলে আপনার গ্রুপের ডীন কিংবা অন্য সদস্যদের কারো কাছ থেকে সাহায্য নিতে পারেন। তারপরও যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে “সহায়তা” পৃষ্ঠা থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। জবাব পেতে অনুগ্রহ করে আমাদের কিছু দিন সময় দিন, বিশেষ করে যদি আপনি ইংরেজীর চেয়ে অন্য ভাষায় আমাদের লিখে থাকেন।